- বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিন-ই নতুন জীবন।
মানবচরিত্র সম্পর্কে আমার সবচেয়ে দুঃখজনক যে কথা জানা আছে তা হল আমরা সকলেই জীবনযুদ্ধ এড়িয়ে চলতে চাই। আমরা সবাই দিগন্তপারের কোনো এক মায়া গােলাপের স্বপ্নে আচ্ছন্ন। কিন্তু জানালার পাশে যে অসংখ্য গােলাপ ফুটে রয়েছে তা আমরা দেখি না।
- আমরা এরকম বােকামির কাজ করি কেন?
স্টিফেন লিকক লিখেছিলেন,--- আমাদের জীবনের ছােট্ট শাোভাযাত্রা কী অদ্ভুত। শিশু ভাবে আমি যখন বড় হব। কিন্তু বড় হবার পর সে বলে আমি যখন আরও বড় হব। বড় হয়ে সে বলে, যখন আমি বিয়ে করব। কিন্তু বিযে করার পর কী হল? চিন্তাটা দাঁড়াল আমি যখন অবসর নেব। কিন্তু অবসর নেবার পর সে পিছনে তাকালে দেখে অতীতের দৃশ্য-একটা শীতল পরশ যেন বয়ে যায়। সবই সে উপভােগে বঞ্চিত হয়েছে। আমরা ভুলে যাই এ জীবন উপভােগের জন্যই প্রতিদিন, প্রত্যেক মুহ্ত তাকে উপভােগ করতে হয়...........................।
- দুশ্চিন্তা দূর করার উপায়- ডেল কার্ণেগী
- আসলে মানুষ মানুষকে জানার আগ্রহ কেন প্রয়োজন?
- আত্ম- অন্বেষণ কিভাবে করতে হয়? সত্য গল্পের আলোয় উপস্থাপন করা হলো।
- "আমি নিজে টাকার দাস না হয়ে টাকাকেই আমার দাস বানাবো" উক্তির জনক জন ডি রকফেলার এর জীবনী।
- জনপ্রিয় ব্যক্তিবর্গের জীবন থেকে নেওয়া অনুকরণ ও অনুসরনের শেষ পরিণতির সারাংশ।
0 Comments