Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুশ্চিন্তা আপনার কত খানি ক্ষতি করতে পারে? (২য় পর্ব)

প্লেটো বলেছিলেন, চিকিৎসকরা যে ভুল করেন তা হলাে তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান, যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা উচিত নয়।



এই মহাসত্য বুঝতে চিকিৎসা বিজ্ঞানের লেগেছিল তেইশশাে বছর। 

আমরা এখন এক নতুন ধরনের ওষুধ তৈরির চেষ্টা করছি যার নাম সাইকোসােমাটিক ওষুধ-যে ওষুধ মন ও শরীরের একসঙ্গে

চিকিৎসা করবে। আমাদের এটা করার উপযুক্ত সময় কারণ চিকিৎসা বিজ্ঞান ইতিমধ্যেই সাংঘাতিক সব রােগ-যেমন বসন্ত, কলেরা, ইয়ােলােফিভারের মতাে রােগ নির্মূল করতে পেরেছে, যে রােগে কোটি কোটি মানুষের অকালমৃত্যু ঘটেছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান উদ্বেগ, ভয়; ঘৃণা, হতাশা ইত্যাদিতে যে মন ও শরীর ভেঙে যায় তা রােধ করতে পারেনি। এই জাতীয় রােগ ক্রমাগত বেড়ে চলেছে।


ডাক্তারদের মত হল প্রতি বিশজনে একজন আমেরিকান তার জীবনের একাংশ কোন না কোন সময় মানসিক হাসপাতালে কাটাতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাদলে যােগ দিতে যেসব যুবক আসে তাদের প্রতি ছজনের মধ্যে একজন মানসিক বিকারগ্রস্ত বলে ভর্তি নেয়া হয়নি........।


সম্পূর্ণ এপিসোড় টি শুনতে চাইলে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments